1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বেক্সিমকোক ৬০ দিনের মধ্যে ৩৬০ কোটি টাকা পরিশোধের নির্দেশ
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ এএম

বেক্সিমকোক ৬০ দিনের মধ্যে ৩৬০ কোটি টাকা পরিশোধের নির্দেশ

  • আপডেট সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর কাছে বকেয়া থাকা ৩৬০ কোটি টাকার ঋণ ৬০ দিনের মধ্যে পরিশোধ করার নির্দেশ দিয়েছে আদালত। এই বিপুল পরিমাণ খেলাপি ঋণ পরিশোধের জন্য বেক্সিমকো লিমিটেডের ছয় পরিচালককে দায়বদ্ধ করা হয়েছে, যাদের ব্যক্তিগত গ্যারান্টির বিপরীতে এই ঋণ নেওয়া হয়েছিল।

রবিবার (৩১ আগস্ট) অর্থঋণ আদালত-৫-এর বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, ঋণের বকেয়া অর্থের ওপর ১২ শতাংশ হারে সুদ ধার্য হবে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই শুনানির সময় বেক্সিমকো গ্রুপের কোনো প্রতিনিধি আদালতে উপস্থিত ছিলেন না।

ঋণগ্রহণের বিস্তারিত ইতিহাস

আদালতে পেশ করা নথি অনুযায়ী, ২০১৯ সালে ইউসিবির গুলশান করপোরেট শাখা থেকে বেক্সিমকো লিমিটেড ২৫০ কোটি টাকার মূলধন ঋণ গ্রহণ করেছিল। পরবর্তীতে ঋণটি নিয়মিতভাবে পরিশোধ না হওয়ায় এর মেয়াদ বাড়ানো হয় এবং ২০২২ সালে ২ কোটি ৬৭ লাখ টাকার সুদ মওকুফ সুবিধাসহ ৩২২ কোটি ৫৪ লাখ টাকায় পুনঃতপশিল করা হয়। এরপরও ঋণ পরিশোধ না হওয়ায় গত বছরের ডিসেম্বরে ঋণের পরিমাণ দাঁড়ায় ৩৩৪ কোটি টাকা। কোনোভাবেই ঋণটি আদায় না হওয়ায় ইউসিবি গত জুনে অর্থঋণ আদালতে মামলা দায়ের করে।

দায়ী পরিচালকদের মধ্যে রয়েছেন বেক্সিমকো লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, চেয়ারম্যান আহমেদ সোহেল ফসিহুর রহমান, পরিচালক ইকবাল আহমেদ, ওসমান কায়সার চৌধুরী, আবু বকর সিদ্দিকুর রহমান এবং রীম এইচ শামসুদ্দোহা।

একই দিনে, আদালত জনতা ব্যাংকের ২০৭ কোটি টাকার ঋণখেলাপির মামলায় আসিফ অ্যাপারেলসের দুই মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ এবং তার ছেলে ও পরিচালক আসিফ সালাউদ্দিনকে ছয় মাসের দেওয়ানি আটকাদেশ দেওয়া হয়েছে। গাজীপুরের কোনাবাড়ী এলাকার এই রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানটি জনতা ব্যাংকের ঋণ পরিশোধ না করায় খেলাপি হয়েছে। এই ঘটনাগুলো দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ আদায়ে আদালতের কঠোর অবস্থানের ইঙ্গিত বহন করে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ