1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
সূচকের ব্যাপক ঊর্ধ্বমুখী, একঘণ্টায় ৩২৫ কোটি টাকা লেনদেন
সোমবার, ২০ মে ২০২৪, ০২:০২ এএম

সূচকের ব্যাপক ঊর্ধ্বমুখী, একঘণ্টায় ৩২৫ কোটি টাকা লেনদেন

  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
dse-cse-sukhobor

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৬ ফেব্রুয়ারি) উত্থানে শুরু হয়েছে পুঁজিবাজারের লেনদেন। লেনদেন শুরুর এক ঘণ্টার মাথায় অর্থাৎ বেলা সাড়ে ১১টায় প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১৩০ পয়েন্ট বেড়েছে। আর এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৩২৫ কোটি টাকার। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৩২২ পয়েন্ট বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এক ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২১ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৪৬ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৬৭, ১৫৮৩ ও ৯৪৪ পয়েন্টে।

ডিএসইতে এক ঘণ্টায় লেনদেন হয়েছে ৩২৫ কোটি টাকার। এ সময় পর্যন্ত ডিএসইতে ৩৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩০৮টির বা ৮৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৫টির বা ৪ শতাংশের এবং ২৩টি বা ৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এক ঘণ্টায় ৩২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২২৬ পয়েন্টে। এ সময় পর্যন্ত সিএসইতে হাত বদল হওয়া ১৭১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪১টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দর। আর সিএসইতে এক ঘণ্টায় ৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবার্তা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ