বুধবার (২৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৪টির বা ৬৬.২৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশে কমেছে ইজেনারেশনের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার ইজেনারেশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৯.৭০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৭.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৫০ টাকা বা ৮.৪১ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইজেনারেশন ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লুব-রেফের ৭.৭৬ শতাংশ, বেক্সিমকোর ৭.৪১ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৬.৬৬ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৬.৪৫ শতাংশ, আরামিট সিমেন্টের ৬.৪২ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৬.৩৯ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৬.৩৫ শতাংশ, গোল্ডেন সনের ৬.২৯ শতাংশ এবং ন্যাাশনাল ফিড মিলসের শেয়ার দর ৬.২১ শতাংশ কমেছে।