1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বুক বিল্ডিংয়ের দুই শেয়ার কাট অফ প্রাইসের নিচে!
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১২:০৮ পিএম

বুক বিল্ডিংয়ের দুই শেয়ার কাট অফ প্রাইসের নিচে!

  • আপডেট সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
ipo

গত এক বছরে পুঁজিবাজারে ৫টি কোম্পানি বক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়েছে। এরমধ্যে ২টি কোম্পানির শেয়ার দর কাট-অফ প্রাইসের নিচে নেমে গেছে। এছাড়া ১টি কাট-অফ প্রাইসে ও ১টি সামান্য বেশিতে অবস্থান করছে।

কোম্পানিগুলো হলো-ওয়ালটন হাইটেক, এনার্জিপ্যাক পাওয়ার, মীর আখতার হোসাইন, লুব-রেফ ও ইনডেক্স অ্যাগ্রো লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে ২টির শেয়ার দর কাট কাট-অফ প্রাইসের নিচে নেমে গেছে। কোম্পানি দুটি হলো- মীর আখতার হোসাইন ও ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ।

এরমধ্যে ৬২ টাকা কাট-অফ প্রাইসের ইনডেক্স অ্যাগ্রো সোমবার (১২ এপ্রিল) লেনদেন শেষে ৫৮.৮০ টাকায় নেমে এসেছে।

অন্যদিকে, ৬০ টাকার মীর আখতারে কাট-অফ প্রাইসের শেয়ার নেমে এসেছে ৫৮.৩০ টাকায়।

তবে দেশের জায়ান্ট ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন হাইটেক একমাত্র ব্যতিক্রম কোম্পানি। এই কোম্পানিটির শেয়ার কাট-অফ প্রাইস ৩১৫ টাকা থেকে কয়েকগুণ বেশিতে অবস্থান করছে। তবে কোম্পানিটির শেয়ার সংখ্যা কম থাকাতে এর দর উপরে অবস্থান করছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।

অন্যদিকে, ৩০ টাকার লুব-রেফ বাংলাদেশের শেয়ার অবস্থান করছে ৩০.৮০ টাকায়।

আর ৩৫ টাকার এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লেনদেন হচ্ছে ৩৯ টাকায়।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ