৫ এপ্রিল লকডাউন শুরুর পর থেকে পুঁজিবাজারে যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, সেটি আশার পারদ দিনে দিনে আরও চড়ছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে বাজারের আচরণে হাসি আরও চওড়া হয়েছে বিনিয়োগকারীদের মুখে।
দুই দিন সংশোধনের পর আবার উত্থানে ফিরল ব্যাংক খাত। বিপুল আগ্রহের কারণে দাম বেড়েছে বস্ত্র খাতেও। বিমা খাতেও দাম আরও বেড়েছে।
তিন খাতে একসঙ্গে দাম বাড়ার প্রভাবে সূচকও বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। লেনদেনও ছাড়িয়েছে পৌনে দুই হাজার কোটি টাকা।
৫ এপ্রিল লকডাউন শুরুর পর থেকে পুঁজিবাজারে যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, সেটি আশার পারদ দিনে দিনে আরও চড়ছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে বাজারের আচরণে হাসি আরও চওড়া হয়েছে বিনিয়োগকারীদের মুখে।
নয় কার্যদিবস টানা উত্থানের পর একদিন দর সংশোধন শেষে আবার সূচক বৃদ্ধি। এরপর দুই দিন পর পর সূচক কমায় যারা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, তারাও হেসেছেন বাজারের আচরণে।
ব্যাংক খাতের ৩১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২২টির। ছয়টির দর ছিল অপরিবর্তিত, আর কমেছে তিনটির।
বস্ত্র খাতের ৫৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪০টির। দাম কমেছে আটটির, আর অপরিবর্তিত আছে সম পরিমাণ কোম্পানির দাম।
বিমা খাতের ৫০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে নয়টির, দুইটির লেনদেন স্থগিত আর অপরিবর্তিত ছিল তিনটির দর।