1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সূচকের ব্যাপক ওঠা-নামায় লেনদেন চলছে বাজারে
সোমবার, ১৯ মে ২০২৫, ০২:০৮ পিএম

সূচকের ব্যাপক ওঠা-নামায় লেনদেন চলছে বাজারে

  • আপডেট সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

পুঁজিবাজারে মূল্যসূচকের ব্যাপক উঠা-নামার মধ্য দিয়ে লেনদেন চলছে। বেলা সাড়ে ১১টায় পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে কিছুটা নিচে অবস্থান করছিল।

আজ সোমবার (১৯ মে) সূচকের উর্ধমুখী ধারা নিয়েই বাজারে লেনদেন শুরু হয়। প্রথম ১০ মিনিটের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ২০ পয়েন্ট বেড়ে যায়। তবে সে অবস্থা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। এটি সোজা নিচে নামতে থাকে। সকাল ১০টা ২৭ মিনিটে সূচকটি আগের দিনের চেয়ে এক পয়েন্ট উপরে এসে স্থির হয়। পরে সেখান থেকে আবার কিছুটা উপরে উঠে। তারপর থেকে সূচকের ওঠা-নামার মধ্য দিয়ে লেনদেন আগাতে থাকে বাজারে। বেলা সাড়ে ১১টা নাগাদ তা আগের দিনের চেয়ে কিছুটা নিচে নেমে আসে।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ৩৮১টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়। এর মধ্যে ১৬৪টির শেয়ারের দর বৃদ্ধি পায়। কমে যায় ১২৬টির দর। আর ৯১ কোম্পানির শেয়ারের দর ছিল অপরিবর্তিত। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৯৯ কোটি ৫৬ লাখ টাকা।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ